দেবহাটা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন (দরদি) ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার পূর্ণমিলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান পরিদর্শক ড. নাজমুল হক, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবল মাসুদ, সরকারি কেবিএ কলেজের অধ্যাপক আকবর আলী, প্রভাষক নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রচার সম্পাদক মীর খায়রুল আলম, প্রভাষক ওমর ফারুক, ক্রিড়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) তুহিনউজ্জামান, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, সংগঠনের জেবিন, সুমাইয়া ইসলাম, ঝিলিক মন্ডল, সাকিব, ইব্রাহিম, শাওন, নাসিম, নাজমুল, বাবুল ইসলাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
পরে দেবহাটা থেকে মেডিকেলে চান্স প্রাপ্ত শিক্ষাথী সুমাইয়া সুলতানা রোশ্রনি, মমতাজ পারভীন, শিহাব জুহরী আবির, কায়েস হুসাইন জয়, ইমরান হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য যে, সংগঠনটি বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা, বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা সহ শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে।
You must be logged in to post a comment.