মোঃ রেজাউল করিম রেজা রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দ্বিতীয়বারের মতো রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়। অদ্য সকাল ১১ ঘটিকায় সদর ইউনিয়ন পরিষদে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। ৫৭০ টাকা নির্ধারণের প্রতিটি প্যাকেজে রয়েছে ২ কেজি চিনি ২ কেজি মুসুর ডাল ২ কেজি ছোলা বুট ও ২ লিটার সয়াবিন তেল। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, ট্যাগ অফিসার হিসেবে মোঃ মাহিদুল ইসলাম সিনিয়র কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংক রাজারহাট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দ।
বিভিন্ন এলাকা থেকে পণ্য কিনতে আসা সুবিধাভোগীদের দাবি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের বাইরে। সবকিছুর মূল্য আকাশচুম্বী সে তুলনায় আয়ের উৎস কয়েকগুণ কম। সরকারি এ বিক্রয় কার্যক্রম থেকে তারা সকল সুবিধা প্রত্যাশা করে বলেন – মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই সুবিধা চলমান রাখে। তাহলে আমরা সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবো।
You must be logged in to post a comment.