মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এটি। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বিশাল। বাঙালি চেয়েছিল এমন একটি স্বাধীন রাষ্ট্র, যা প্রতিষ্ঠিত হবে কিছু আদর্শের ভিত্তির ওপর। সেসব আদর্শের দিকে ফিরে তাকানোর দাবি নিয়ে এসেছে স্বাধীনতা দিবস।উক্ত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ বাংলাদেশ চাই (ইউকে) এবাদুর রহমান
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে আরও অর্থবহ করতে দলমত-নির্বিশেষে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
You must be logged in to post a comment.