মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় শার্শার ১নং ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে পাকশিয়া আইডিয়াল কলেজ মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
You must be logged in to post a comment.