স্টাফ রিপোর্টারঃ ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে ১০ মার্চ নির্বাচন কমিশনারের কার্যালয়ে চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ ২০২২ তারিখ সাতক্ষীরার ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির লিঃ রেজিঃ নং ৮৬/ সাত এর নির্বাচন । এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১২ টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে। ১০ তারিখ ছিল চুড়ান্ত তালিকা প্রকাশের দিন। উক্ত তারিখে বিকাল ৫ঘটিকার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আসাদুল ইসলাম ও সহকারী কমিশনার আঃ রশিদ স্বাক্ষরিত চুড়ান্ত তালিকা সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশিত হয় । চুড়ান্ত তালিকায় বিভিন্ন পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ সভাপতি কাজী আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আছলাম গাজী, কোষাধ্যক্ষ মোঃ সামছুজ্জামান, দপ্তর সম্পাদক ফিরোজ কবির, সদস্য মোঃ ফরিদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মোঃ কাজল গাজী ও মোঃ আরিফুল ইসলাম।
You must be logged in to post a comment.