সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব নতুন একটি ইন্টারফেস চালু করেছে অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ফোন গ্রাহকদের জন্য। পর্যায়ক্রমে অনান্য ব্যবহারকারীরাও এটি ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ আরও কিছু নিয়ন্ত্রণক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট।
আগে অ্যান্ড্রয়েড বা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার এবং প্লে-লিস্টে অ্যাড করার জন্য ফুলস্ক্রিন থেকে বের হয়ে আসতে হতো। এ কারণে ব্যবহারকারীদের অনেকে বিরক্ত হতেন। এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও এসব বাটন পাওয়া যাবে।
ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিলেই নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন।
এছাড়া, ভিডিও চলা অবস্থায় অন্যান্য বাটনে কাজ করলেও ভিডিও থামবে না।
নতুন এই ইন্টারফেসে কমেন্ট পড়তে হলে আগের মতো ফুলস্ক্রিন কেটে পোট্রেইট মোডে যেতে হবে না। ভিডিওর ওপর চাপ দিয়ে কমেন্ট বাটনে ক্লিক করলে পাশেই কমেন্ট সেকশন আসবে।
You must be logged in to post a comment.