দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুকণ্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার রাত ৯টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কেঁক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন করেন নেতৃবৃন্দরা। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগের প্রস্তাবিত ও সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, সাবেক ছাত্রনেতা ও ওলামা লীগের সাবেক সভাপতি শফিকুর রহমান (সেজ খোকন), কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীম, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান, সরকারী কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহিসহ মুলদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.